Tuesday, May 12

ভারতে করোনা সংক্রমণে রেকর্ড

কানাইঘাট নিউজ ডেস্ক:
লকডাউন শিথিল করার পর থেকেই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ২১৩ জন নতুন করে এই মরণ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ১৫২ হয়েছে। ভারতে করোনা রোগীর সংখ্যা বাড়লেও সুস্থতার হারও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৯ জন।
ভারতে মোট সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। গতকাল সন্ধ্যা পর্যন্ত মারা গেছে ২ হাজার ২০৬ জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়