কানাইঘাট নিউজ ডেস্ক:
নতুন ফাইভজি ফোন আনছে
ভিভো। ফোনটির মডেল ভিভো জি১ ফাইভজি। ফোনটি বাজারে আসার আগেই এর
স্পেসিফিকেশন এবং ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এই প্রথম জি সিরিজে কোন ফোন লঞ্চ
করতে চলেছে চীনের ভিভো।
ভিভো জি১ ফোনে থাকবে ৬.৪৪ ইঞ্চির ওলিড ডিসপ্লে। ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ স্টাইল নচে থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোনটির পিছনে থাকবে চারটি ক্যামেরা। ৪৮
মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই থাকবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড
ক্যামেরা ও দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা।
নতুন এ ফোনে এক্সিনোস ৯৮০ চিপসেট দিচ্ছে
ভিভো। থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট
চার্জিং। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ফাইভজি
কানেক্টিভিটি সহ বাজারে আসবে এই স্মার্টফোন।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়