সিলেটের কানাইঘাটে আলোচিত এবাদ হত্যা মামলার আসামী ছালিক আহমদকে (৪৫) আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার ছত্রপুর গ্রামের পার্শ্ববর্তী ফেকু বিল হাওর থেকে তাকে আটক করা হয়। এই নিয়ে এবাদ হত্যার তিনজন আসামীকে আটক করা হলো।
পুলিশ জানায়, এবাদ হত্যা মামলার ৬ নম্বর আসামী ছালিক হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলো। মঙ্গলবার ফেকু বিলে নিজের মহিষ দেখভাল করতে যান তিনি। এসময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে কানাইঘাট থানাপুলিশ এসে ছালিককে আটক করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দোহা পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান আসামীসহ বাকী আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ এপ্রিল কানাইঘাটের ছত্রপুর গ্রামে খুন হন এবাদ। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করে তাকে।
সুত্র: সিলেটভিউ২৪ডটকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়