কানাইঘাট নিউজ ডেস্ক:
শ্রমজীবী, নিম্ম আয়ের ৫০টি পরিবারের মাঝে কানাইঘাট উপজেলার গোসাইনপুর নওহারা যুব কল্যান সংস্থা'র উদ্যােগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে নিরাপদ দুরত্ব বজায় রেখে গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এবং ৮০ জন রোজাদারকে ইফতার করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন; কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ বশির উদ্দিন ,গ্রামের প্রবীন মুরব্বি রফিকুল হক, ইউপি সদস্য
আইয়ুব আলী,সাহাব উদ্দিন, আলতাফ উদ্দিন, মস্তাক আহমদ,সাজ্জাদুর রহমান,আলাউর রহমান,গোসাইনপুর নওহারা যুব কল্যান সংস্থা'র সভাপতি কামরুল ইসলাম, সদস্য গিয়াস উদ্দিন ,মারুফ ,মাসুদ,হামিদ,জুবের,ফাহাদ,আজিজ প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণে প্রবাস থেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মা ছুম অাহমদ,রাহিম উদ্দিন ,সুহেল,ফয়সল,মুহাম্মদ,
আবু তাহের,আবু শহীদ,আহাদ,রুবেল,
আবু সালেহ,রাজু,হোমরান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়