Thursday, May 14

কানাইঘাটে'খসরুজ্জামান কল্যাণ ট্রাস্টে'র উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে'খসরুজ্জামান কল্যাণ ট্রাস্টে'র উদ্যােগে খতমে কোরঅান ও  সদর ইউনিয়নের পাড়া সবকটি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


মাহে রমজানকে এবং করোনা পরিস্থিতি  সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১টায় বীরদল অানোয়ারুল উলুম মাদ্রাসার হলরুমে সিলেট এমসি কলেজের সাবেক ভিপি  খসরুজ্জামান খসরুর ব্যক্তিগত তহবিল থেকে  এ সহায়তা প্রদান করা হয়।


এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরদল অানোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম ওয়াহিদ,বীরদল এন.এম একাডেমির প্রধান শিক্ষক মোঃ জার উল্লাহ,খসরুজ্জামান ট্রাস্টের পরিচালক শাহিন উজ জামান,অামেরিকা প্রবাসী মুহিবুর রহমান মনির,ট্রাস্টের সদস্য মামুন রশীদ,আমেরিকা প্রবাসী হাফিজ তৈয়ব আলী।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা এহসানে এলাহী,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল হাসনাত,ছাত্রলীগ নেতা আরিফ আহমেদ, জুসেফ আহমেদ প্রমুখ।


অনুষ্ঠানে হাফিজ ও ইমামদের পক্ষে বক্তব্য দেন হাফিজ সিদ্দিক বীন মোহাম্মদ।



অনুষ্ঠান শেষে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা গোলাম ওয়াহিদ।

কানাইঘাট নিউজ ডটকম /১৪ মে ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়