নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তরগ্রাম নিবাসী সমাজসেবী সাবেক ব্যবসায়ী খলিল আহমদ এর লাশ দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়,গত সোমবার দুপুর ১টার দিকে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সমাজসেবী খলিল আহমদ(ইন্না লিল্লাহি..... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজার নামাজ সোমবার তারাবীর নামাজের পর বড়দেশ উত্তর পূর্ব বড় মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাযে বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ ও ডাঃ মুজ্জম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীক হন।
পরে তার লাশ গ্রামের গোরস্থানে দাফন করা হয়।
এদিকে সমাজসেবী এলাকার সকলের অত্যন্ত প্রিয় সদালাপী মুজ্জম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনা পর্ষদের সদস্য খলিল আহমদের মৃতুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি নেতা শামছুজ্জামান বাহার, ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুজম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
কানাইঘাট নিউজ ডটকম/০৫ মে ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়