Sunday, May 10

করোনা মোকাবিলায় সরকারের ৪৭ নির্দেশনা

কানাইঘাট নিউজ ডেস্ক:
দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষের জীবনযাপন নিরাপদে সচল করার লক্ষ্যে নতুন পরিকল্পনা করেছে সরকার। কভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এরই মধ্যে এই পরিকল্পনায় একটি নির্দেশনা পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে।
সরকারের নতুন প্রণীত এ পুস্তকে মানুষের জন্য ৪৭টি বিষয়ে পৃথক নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, বাড়ি বা অ্যাপার্টমেন্টে বসবাসকারীদের নিজ বাসায় অবশ্যই থার্মোমিটার, মাস্ক, জীবাণুনাশক এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ করতে হবে, পরিবারের সদস্যদের স্বাস্থ্য স্বয়ংক্রিয়ভাবে নিজেদেরই নজরদারিতে রাখতে হবে, প্রতি সকালে ও সন্ধ্যায় তাপমাত্রা পরিমাপ করতে হবে, ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য দিনে তিন-চারবার করে কমপক্ষে ২০-৩০ মিনিটের জন্য জানালা খুলে রাখতে হবে, জীবাণুনাশক দিয়ে বাড়ির পরিবেশ পরিষ্কার রাখতে হবে, পরিবারের সদস্যরা যাতে একই জিনিসপত্র একাধিকজন ব্যবহার না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, হাঁচি-কাশির সময় ঘরের মধ্যেও শিষ্টাচারগুলো মেনে চলতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়