Friday, May 22

কানাইঘাটে পাথর ব্যবসায়ী তমিজ ও তার ভাই কামালের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক:  
করোনার দুর্যোগকালীন সময়ে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাউদগ্রাম নিবাসী কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক পাথর ব্যবসায়ী ইউপি সদস্য তমিজ উদ্দিন ও তার সহোদর ভাই হাজী কামাল উদ্দিন এলাকার ৩ হাজার পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করে নজির সৃষ্টি করেছেন। 

পাশাপাশি তমিজ উদ্দিন মেম্বারের উদ্যোগে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবার এবং মসজিদে ইমাম, মুয়াজ্জিনদের মাঝে উপহার স্বরূপ কয়েক লক্ষ টাকা বিতরণ করেছেন। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বৃষ্টির মধ্যে তমিজ উদ্দিন মেম্বারের নিজ বাড়িতে তার বড় ভাই বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী কামাল উদ্দিনের নিজ উদ্যোগে এলাকার অসহায় দরিদ্র, মধ্যবিত্ত, ১১’শ পরিবারের মধ্যে উপহারস্বরূপ ২০ কেজি করে চাল সহ নানা প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সেখানে উপস্থিত থেকে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন, খাদ্য সহায়তাকারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক তমিজ উদ্দিন, তার ভাই হাজী কামাল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নুল আবেদীন জয় আরো অনেকে। 

স্থানীয়রা জানিয়েছেন করোনার সংক্রমনের পর থেকে ইউপি সদস্য তমিজ উদ্দিন তার নিজ অর্থায়নে কয়েক দফায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের লোভাছড়া চা-বাগান, মঙ্গলপুর গারো বস্তি এলাকায় প্রতিটি খেটে খাওয়া অসহায় দরিদ্রদের পরিবারের মধ্যে ২৫’শ টাকা মূল্যে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। ইতিমধ্যে তার পক্ষ থেকে ৬হাজার পরিবারে কয়েক দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার অনেক মুক্তিযোদ্ধা পরিবার, ইমাম, মুয়াজ্জিন ও একেবারে হতদরিদ্র পরিবারের মাঝে তমিজ উদ্দিন অর্থ সহায়তা দিয়ে আসছেন। 

তার বড় ভাই পাথর ব্যবসায়ী হাজী কামাল এ পর্যন্ত ৩ হাজার পরিবারে অনুরূপ ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এই করুন দুর্যোগ মুহুর্তে কর্মহীন অসহায় পরিবারগুলো এ দুই সহোদর ভাইয়ের সহায়তা পেয়ে অনেকে আবেগ অাল্পুত হয়েছেন। তারা বলেছেন অনেকের কোটি কোটি টাকা আছে। কিন্তু তমিজ উদ্দিনের পরিবার একমাত্র তাদের পাশে খাদ্য নিয়ে সহযোগিতা করে যাচ্ছে।



কানাইঘাট নিউজ ডটকম/ ২২ মে ২০২০  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়