কানাইঘাট নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের রবিবার নতুন করে কোনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
গত ১৬ মার্চের পর থেকে দেশটিতে এবারই
প্রথম শূণ্যের ঘরে নেমে এসেছে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া
দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে এ পর্যন্ত আর কারো মৃত্যু হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে
বলা হয়, নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭
জন। মারা গেছেন ২০ জন।
গত সপ্তাহ থেকে নিউজিল্যান্ডে এক অঙ্কের
ঘরে নেমে আসে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা। আর এ কারণে দেশটিতে
লকডাউন শিথিল করার প্রক্রিয়া শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।
সূত্র: বিডিলাইভ২৪
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়