নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের সংক্রমনের পর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকশনা সম্পাদক সাতবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সুহাদা-মেহেদি স্মৃতি পরিষদের সভাপতি মস্তাক আহমদ পলাশ কানাইঘাটে অসহায় মানুষজনকে নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
তার সাধ্যানুযায়ী ইতিমধ্যে প্রায় ২০ লক্ষ টাকার মতো নগদ অর্থ সহায়তা সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
করোনায় প্রথম বারের মতো আক্রান্ত কানাইঘাটের লামার তালুক গ্রামের ফারুক আহমদের পরিবারকে মস্তাক আহমদ পলাশ তার ব্যক্তিগত পক্ষ থেকে আজ শনিবার ৫ হাজার টাকা ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের মাধ্যমে প্রদান করেছেন।
তার পরিবারকে সাধ্যানুযায়ী আরো সহযোগিতা করবেন বলে আশস্থ করেছেন তিনি। সেই সাথে মস্তাক আহমদ পলাশ করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কানাইঘাটবাসীকে আরো সচেতন থাকার আহ্বান জানান এবং সরকারের সকল নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কোন ধরনের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে নিজ বাড়িতে অবস্থান করে সুস্থ থেকে পরিবার পরিজনকে করোনা থেকে রক্ষা করার আহ্বানও করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়