Wednesday, May 6

কানাইঘাটে সরকারিভাবে ২০৬ টন চাল ও ৬ লক্ষ ৫৬ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:   
করোনা সংকটময় কালীন সময়ে এপর্যন্ত কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সরকারিভাবে ২০৬ টন চাল নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকার খাদ্য সামগ্রী এবং ১ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

পাশাপাশি উপজেলা ৯টি ইউনিয়ন ও পৌরসভায় করোনা মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ১ হাজার মানবিক কার্ড বিতরণ চলমান রয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে। 

কানাইঘাটে সরকারিভাবে আরো বেশি করে খাদ্য সামগ্রী বরাদ্ধ দেওয়ার জন্য রাজনৈতিক ও সচেতন মহল ও জনপ্রতিনিধিরা সরকারের কাছে দাবী জানিয়েছেন। 

তারা বলেছেন করোনার কারণে শত শত শ্রমজীবী, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছেন।

সরকারি খাদ্য সামগ্রীর পাশাপাশি করোনা মহা দূর্যোগকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, প্রবাসী সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে অনেক প্রবাসী, দানশীল ব্যক্তিরা ও এলাকা ভিত্তিক যুবক তরুণ ও শিক্ষার্থীরা সংগঠিত হয়ে শত শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

কানাইঘাট নিউজ ডটকম/০৬ মে ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়