Saturday, May 30

কানাইঘাটে পুলিশ সহ করোনা আক্রান্ত আরও ১১


নিজস্ব প্রতিবেদক   :
কানাইঘাটে নতুন করে পাঁচজন পুলিশ সদস্যসহ ১১জন করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

আক্রান্তরা হচ্ছেন, থানার এসআই মাইনুল ইসলাম(৩৪), পার্থ সারথি দাস (২৮), এএসআই আব্দুল আহাদ(৪৮),পুলিশ সদস্য পলাশ বৈদ্য(৩০),অনুকুল রায়(৩৮), পৌরসভার  মহেশপুর গ্রামের অলিউর রহমান(৬৫) ও তার ছেলে আক্তার  মাহফুজ(২৩), কুওড়ঘড়ি গ্রামের আক্তার(২৫),ডালাইচর গ্রামের সাখাওয়াত(২৯), হালিমা বেগম (১৯) ও নিজ চাউরা গ্রামের আফজাল (২৪)।

জানা গেছে, গত ২৯ মে তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং আজ তাদের রিপোর্ট পজেটিভ অাসে।

এদিকে নতুন ১১জন নিয়ে কানাইঘাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬জন।

কানাইঘাট নিউজ ডটকম/ ৩০ মে ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়