Saturday, May 2

ফেসবুকে ‘কেয়ার’ রিঅ্যাকশন চালু করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক  ::

লকডাউনে পুরো বিশ্ববাসী এখন আগের চেয়ে বেশি ফেসবুক নির্ভর হয়ে পড়েছে। আর এই সুযোগে এবং পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি চালু করেছে ফেসবুক। কঠিন করোনাকালে বন্ধু-বান্ধব ও পরিবারের প্রতি সহানুভূতি ও সমর্থন জানানোর উপায়টি আরো সহজ করার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন এ রিঅ্যাকশনটির নাম ফেসবুক ‘কেয়ার’ রিঅ্যাকশন। ফেসবুক অ্যাপ ও মেসেঞ্জার অ্যাপে নতুন এ রিঅ্যাকশন ব্যবহার করা যাচ্ছে। ফেসবুক, মেসেঞ্জারে যোগ করার জন্য এরই মধ্যে হার্টের আদলে একাধিক ‘কেয়ার’ রিঅ্যাকশন প্রস্তুত করা হয়েছে। 
ফেসবুক ও মেসেঞ্জারে যেসব রিঅ্যাকশন রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার যোগ হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন বাটন।
নতুন রিঅ্যাকশনটি ব্যবহার করতে চাইলে প্লে স্টোরে গিয়ে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ আপডেট করে নিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়