Saturday, May 30

ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রুপের অফিস উদ্বোধন


কানাইঘাট নিউজ ডেস্ক :
ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রুপের অফিস উদ্বোধন করেন ফ্রান্সের পেরিসে বসবাসরত বাংলাদেশিরা। 

বাঙ্গালী  কমিউনিটির সেবা করার প্রত্যয়ে অফিস উদ্বোধন করেছে 'ফ্রান্স বাংলাদেশি শ্রমিক গ্রুপ' নামের একটি সংগঠন।

সংগঠনটির সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ কায়েছের পরিচালনায় ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে বাংলাদেশী অধ্যুষিত লাকর্নোভ এলাকায় ২৫ মে স্হানীয় সময় সন্ধা ৭ টায় এ অফিসটি উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফারুক নওয়াজ খান, শ্রমিক গ্রুপের উপদেষ্টা কামাল উদ্দীন, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব হুসেন সালাম রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আওয়াল দ্বীপ, ব্যবসায়ী ইব্রাহিম হাছান, সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক সোহাগ আহমেদ, মোহাম্মদ শাহীন, আরিফ খান রানা রাজ, মনজু ইসলাম, সরওয়ার হুসেন, আজাদ হুসেন, হাবিব, রাজু আহমেদ রাজ, তারেক মাহমুদ পাপ্পু,  সাদিক হাসান, শাহিন, আবুসাঈদ, জাহিদুল, ফরহাদ, রেজা, কাওছার, অপু, দবির, সাহেদ, ফারুক, আজাদ, জাহির, এহসান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সাংবাদিক ফারুক নওয়াজ খান বলেন, ফ্রান্সে আমরা বাংলাদেশিদের সম্মানজনক অবস্থানের স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নের পথ সুগম হবে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী শ্রমিক গ্রুপের হাত ধরে, সেই প্রত্যাশ রাকি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়