Monday, May 25

কানাইঘাটে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত




নিজস্ব প্রতিবেদক:   


কানাইঘাট উপজেলা পরিষদের সিএ সহ একদিনে সর্বোচ্চ নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ২০ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে করোনা পজিটিভ রিপোর্ট আসা ৮ জন হলেন উপজেলা পরিষদের সিএ পৌরসভার রায়গড় গ্রামের বাসিন্দা বিপ্লব কান্তি দাশ অপু (৩১), একই গ্রামের বাসিন্দা ও মা-মনি ডায়াগনস্টিক সেন্টারের সাগর চৌধুরী (২৩), একই গ্রামের হারুন রশিদ (৩০), কিবরিয়া উদ্দিন (২৭), সদর ইউনিয়নের নিজ চাউরা দক্ষিণ গ্রামের আবুল কালাম (২৮), ছোটদেশ গ্রামের মো. জামাল (৩৫), গাছবাড়ী গ্রামের জুবায়ের (২৪) ও খালপার গ্রামের আব্দুল খালিক (৬০)। এর মধ্যে আক্রান্ত জামাল উদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী।
তাদের প্রত্যেকের নমুনা পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া হয়। তবে তাদের কারোরই করোনার উপসর্গ নেই বলে জানা গেছে।

কানাইঘাট নিউজ ডটকম /২৫ মে ২০২০  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়