Sunday, May 3

কানাইঘাটে ৫০০ পরিবারে আহমদ আল কবিরের ত্রাণ

নিজস্ব প্রতিবেদক:  
আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবিরের নিজ অর্থায়নে কানাইঘাটে অসহায় ৫০০ পরিবারে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ২টায় কানাইঘাট উত্তর বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খাদ্য বিতরণের সূচনা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, জেলা যুবলীগের সদস্য ও কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, গোলাম মোস্তফা রাসেল সহ দলীয় নেতাকর্মীরা।
যুবলীগের নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভার ৫’শ পরিবারে পরিবহন করে পৌঁছে দিবেন বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক।
খাদ্য বিতরণের সূচনকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনার এই মহাদুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন। কানাইঘাটে আওয়ামী লীগের উদ্যোগের পাশাপাশি ড. আহমদ আল কবির, এড. মোস্তাক আহমদ, মস্তাক আহমদ পলাশসহ আওয়ামী লীগের নেতারা তাদের নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী নিয়ে শত শত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
তারা দেশের বিত্তবান সবাইকে এই দুর্যোগকালীন সময়ে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কানাইঘাট নিউজ ডটকম/০৩ মে ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়