Tuesday, May 12

নতুন ফোন আনছে শাওমি

কানাইঘাট নিউজ ডেস্ক:
শিগগিরই বাজারে নতুন ফোন আনছে শাওমি। মডেল রেডডমি নাইন। সম্প্রতি আরএফ এক্সপোজার ওয়েবসাইটে M2004J19G মডেল নম্বরে একটি নতুন ফোন দেখা গেছে। চীনের সার্টিফিকেশন ওয়েবসাইটেও একই ফোন দেখা গেছে।
চীনের এক সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে ১০ ওয়াট চার্জিং থাকবে। এছাড়াও ইউরোপের এক সার্টিফিকেশন ওয়েবসাইটেও M2004J19AG মডেল নম্বরে নতুন স্মার্টফোনের অস্তিত্ব মিলেছে। একাধিক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই ফোন আসলে রেডমি নাইন। কিন্তু এই বিষয়ে এখনও উচ্চবাচ্য করেনি শাওমি।
রেডমি নাইনে ডুয়েল ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকতে পারে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেটসহ বাজারে আসতে পারে এই ফোন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়