Tuesday, May 12

কানাইঘাটে দ্বিতীয় করোনা রোগীও হবিগঞ্জ ফেরত ধান কাটা শ্রমিক

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে  করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী মাসুক উদ্দিনও হবিগঞ্জ ফেরত ধান কাটা শ্রমিক বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামে। তিনি গ্রামের মৃত আরজান আলীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন জানান, করোনায় আক্রান্ত  মাসুক উদ্দিন বোরো ধান কাটতে হবিগঞ্জ জেলায় যান। পরবর্তীতে ধান কাটা শেষে ৯ এপ্রিল মাসুক উদ্দিনের নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংগ্রহ করা হয়,আজ তার রিপোর্ট পজেটিভ আসে।

এর আগে  শুক্রবার(৮ মে) উপজেলার বানীগ্রাম ইউনিয়ের লামার তালুক গ্রামে  হবিগঞ্জ ফেরত আরেক ধান কাটা শ্রমিক ফারুক আহমদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

কানাইঘাট নিউজ ডটকম/১২ মে ২০২০

শেয়ার করুন

1 comment:

  1. ৯ এপ্রিল নাকি ৯ মে

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়