কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে কানাইঘাটে দোয়া মাহফিল করা হয়েছে।
আজ শুক্রবার রাত ১০টায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিশেষ করে সিলেট তথা কানাইঘাটের করোনায় আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা এবং যারা করোনায় মারা গিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির।
দোয়া মাহফিলে শরীক হন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পর্তুগাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কানাইঘাট পৌর সভাপতি সাবেক ছাত্রনেতা কাওছার আহমদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি রহমত আলী, উপজেলা শাখার সহ সম্পাদক ইমরানুল করিম, হাফিজ আলমাছ উদ্দিন।
বিশেষ মোনাজাতে করোনার মহামারী থেকে দেশবাসীকে হেফাজত এবং যারা এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়। সেই সাথে সিলেট তথা কানাইঘাটের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, সরকারী কর্মকর্তা সহ সাধারণ লোকজন আক্রান্ত হয়েছেন সৃষ্টিকর্তা তাদের যেন দ্রুত সুস্থ করে দেন সেই কামনা করা হয়।
খবর বিভাগঃ
coronavirus
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়