Sunday, May 10

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৮ জনের নমুনা সংগ্রহ


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ রবিবার আরো ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 


তাদের মধ্যে বেশিরভাগই হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা ফেরত ধান কাটা শ্রমিক। 

গত শনিবার আরো ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল স্বাস্থ্য কমপ্লেক্সে। 

সম্প্রতি কানাইঘাটের কয়েক’শ শ্রমজীবী মানুষ সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ধান কেটে নিজ নিজ এলাকায় চলে আসেন। তাদের মধ্যে ধান কাটা শ্রমিক ফারুক আহমদের নমুনা গত ৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রহণ করার পর তার রিপোর্ট গত শুক্রবার পজেটিভ আসায় জনমনে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। 

আজ রবিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহকারী ২৪ জনের মধ্যে বেশিরভাগ ধান কাটা শ্রমিক বলে স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জানিয়েছেন। 

হবিগঞ্জ ও সুনামগঞ্জ ফেরত শ্রমিকরা করোনা ভাইরাসে আক্রান্ত কি না এজন্য তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান। কানাইঘাটের সচেতন মহল যারা প্রতিদিন সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে ধান কেটে বাড়ি ফিরছেন তাদেরকে সনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা সহ তাদের নমুনা সংগ্রহের জন্য প্রশাসনিক তদারকির দাবী জানিয়েছেন।


কানাইঘাট নিউজ ডটকম/১০ মে ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়