করোনার দূর্যোগকালীন মূর্হুতে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চাপনগর গ্রাম নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সবুর উদ-দৌলার উদ্যোগে প্রায় ৪’শ পরিবারে চাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় ভাড়ারীমাটি এফআইভিডিবি স্কুল প্রাঙ্গনে এলাকার ভাড়ারীমাটি পূর্ব, ভাড়ারীমাটি পশ্চিম, চাপনগর, পাত্রমাটি, সাতঘরি, লালারচক গ্রামের অসহায় ও শ্রমজীবি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে জুলাই এলাকায় বেশ কিছু পরিবারে খাদ্য পৌঁছে দেন সবুর উদ দৌলা।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন খাদ্য সহায়তাকারী শ্রীপুর পিকনিক সেন্টার, দৌলা স্টোন ক্রাসার, দৌলা এন্টারপ্রাইজ এবং ভ্যালি ক্যাফে ও বনশ্রী আদিবাসী মনিপুরী হস্তশিল্প ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক সবুর উদ দৌলা, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, হাফিজ নজির উদ্দিন, শিক্ষার্থী মারুফ আহমদ, ফাহাদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা হেলাল আহমদ জুয়েল, তোফায়েল, কলিম উল্লাহ, সবুর উদ দৌলার ছেলে শিশু শিক্ষার্থী মুক্তাসিন দৌলা নাসিদ ও ভাই কামরান উদ দৌলা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সহায়তাকালে ব্যবসায়ী সবুর উদ দৌলা বলেন করোনা দূর্যোগকালীন সময় সবাই অত্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। দরিদ্র ও শ্রমজীবিরা কাজকর্ম বন্ধ রয়েছে। সমাজের অনেকে এ সময় তাদের পাশে দাড়িয়েছেন। আমি আমার সাধ্যনুযায়ী খাদ্য সামগ্রী নিজ এলাকার মানুষের পাশে দাড়িয়েছি। এ ক্ষেত্রে সহযোগিতা করেছেন আমার চাচা সৌদি আরব প্রবাসী সিরাজুল ইসলাম চৌধুরী। আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি আপনাদের সহযোগিতা করতে পারি।
কানাইঘাট নিউজ ডটকম / ১৯ মে ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়