কানাইঘাট নিউজ ডেস্ক:
২৬ মার্চ যুক্তরাজ্যের
প্রধানমন্ত্রী বরিসের করোনা ভাইরাস ধরা পড়ে। এর ১০ দিন পর তাকে হাসপাতালে
ভর্তি করা হয়। বরিস জনসন বলেন, ‘এটা আমার চিন্তার বাইরে যে এই কদিনের মাথায়
আমি এতটা ভেঙে পড়ব।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন,
‘আমাকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা লিটারের পর লিটার অক্সিজেন দিয়েছেন।
মৃত্যুর সংবাদও প্রস্তুত রেখেছিলেন চিকিৎসকেরা।’
গতকাল দ্য সান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বরিস সুস্থ হওয়ার লড়াইয়ে তার কঠিন সময় গেছে বলে উল্লেখ করেন। খবর বিবিসির
বরিস জনসন বলেন, ‘আমার শারীরিক অবস্থা
এতটাই খারাপ হয়েছিল যে চিকিৎসকেরা আমার মৃত্যুর সংবাদ ঘোষণার প্রস্তুতি
নিয়ে রেখেছিলেন। আমাকে বাঁচাতে লিটারের পর লিটার অক্সিজেন দিতে হয়েছে।’
তিনি বলেন, ‘এটা যে খুব কঠিন সময় ছিল তা
কখনো অস্বীকার করতে পারব না।’ চিকিৎসকেরা ‘ডেথ অব স্ট্যালিন’ অবস্থায় কী
করা উচিত সেই কৌশলও অবলম্বন করেছিলেন বলে জানান বরিস জনসন।
তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা মোটেই ভালো ছিল না। তাই যে কোনো পরিকল্পনা আসার ব্যাপারে আমি সচেতন ছিলাম।
এদিকে এখনো ব্রিটেনে মৃতের সংখ্যা বাড়ছে।
এর মধ্যেই একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটেনে কোভিড-১৯
সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে।
খবর বিভাগঃ
coronavirus
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়