কানাইঘাট নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগ করা দুই হাজার চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তাদেরকে যোগদান করতে হবে ১২ মে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল/প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে হবে।এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই ২ হাজার চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়