করোনা সংকটকালীন লকডাউন থাকায় সারাদেশে পারিবারিক মানবিক সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে সরকার। গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত পত্র সারাদেশে উপজেলা পর্যায়ে ইউএনও বরাবরে পাঠানো হয়েছে।
কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির জানিয়েছেন, করোনা সংকটকালীন মানবিক সহায়তা কার্ডের জন্য উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধির কাছ থেকে এ সক্রান্ত ফরম পূরণ করে স্ব স্ব ইউনিয়ন পরিষদে ও পৌর কার্যালয়ে আগামী ৩ মে’র মধ্যে জমা দেয়ার জন্য আহ্বান করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পৌর কার্যালয়ে মানবিক সহায়তা কার্ডের ফরম যে কেউ নিতে পারবেন এবং ৩ তারিখের মধ্যে ফরম পূরণ করে ইউনিয়ন চেয়ারম্যান ও স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্যদের নিকটও ফরম পূরণ করে জমা দিতে পারবেন।
বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আবুল হোসাইন চতুলী জানিয়েছেন, ইতোমধ্যে তার ইউনিয়নে মানবিক সহায়তা কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। পরিষদের ইউপি সদস্যদের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় পড়েন এমন পরিবার চিহ্নিত করে ফরম পৌঁছে দেয়া হচ্ছে।
এদিকে সচেতন মহল মনে করেন, সরকারের এ যুগান্তকারী পদক্ষেপ সঠিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সম্পন্ন হলে প্রকৃতপক্ষে যারা মানবিক সহায়তার আওতায় আসবেন তারা বেশ উপকৃত হবেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়