নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের কারণে জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের কিছু দোকান ছাড়া বাকি সব বন্ধ থাকায় কানাইঘাট বাজারের হোটেল শ্রমিক ও পরিচ্ছন্ন কর্মীরা বেকার হয়ে পড়েছে।
এমন সংকটময় মুহুূর্তে তাদের পাশে দাঁড়ালো কানাইঘাট বাজার বণিক সমিতি।
বৃহস্পতিবার বণিক সমিতির উদ্যােগে ১২০ জন হোটেল শ্রমিক ও বাজার পরিচ্ছন্ন কর্মীদের পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, ভুজ্য তৈল, পিঁয়াজ, লবন বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান,থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম,কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান,সদস্য অালম,হেলাল অাহমদ প্রমুখ ।
কানাইঘাট নিউজ ডটকম /০২ এপ্রিল ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়