কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট পৌরসভার ধর্মপুর গ্রামের প্রবাসী আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কাওছার আহমদের পক্ষ থেকে বর্তমান দুর্যোগ মূহুর্তে কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।
প্রবাসী কাওছার আহমদ তার প্রতিনিধিদের মাধ্যমে বুধবার দুপুর থেকে গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে খাদ্য সামগ্রী পৌরসভার সব ক’টি গ্রামে তালিকা পূর্বক প্রায় ৫০০ পরিবারে বিতরণ কাজ চলমান রয়েছে ।
প্রবাসী কাওছার আহমদ জানান,বর্তমান বৈশ্বিক এ মহামারীর কারণে দেশে লকডাউন চলছে। এমতাবস্থায় মানুষ বেকার হয়ে পড়ায় তাদের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই মূহুর্তে মানুষ পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। সামর্থ অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করছি। এছাড়াও এ দুঃসময়ে মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়