Sunday, April 26

দেশের ৬০ জেলায় করোনার থাবা

কানাইঘাট নিউজ ডেস্ক:
দেশের ৬৪টি জেলার মধ্যে ৬০ জেলাতেই সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনামুক্ত রয়েছে মাত্র চারটি জেলা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা বলেন, ‘নতুন আরও দুইটি জেলা করোনা সংক্রমিত হয়েছে। একটি হলো বরিশাল বিভাগের ভোলা এবং রাজশাহীর নাটোর জেলা।’
তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে যে চার জেলায় এখনো করোনা সংক্রমিত হয়নি সেগুলো হলো সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি। এই চারটি জেলা বাদ দিয়ে সারাদেশের অন্যান্য জেলাতে করোনা সংক্রমিত হয়েছে বলে জানান তিনি।
করোনা ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৪০ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে চার হাজার ৯৯৮।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়