Tuesday, April 28

আরব আমিরাতে চার মাসে ৮৫২ জনের ইসলাম গ্রহণ

কানাইঘাট নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টারে ২০২০ সালের প্রথম চার মাসে বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৮৫২ জন।
গতকাল সোমবার ইসলামিক সেন্টার কালচার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসলামিক সেন্টার কালচার কর্তৃপক্ষ জানায়, গত বছর এই সংখ্যাটি ছিল ৮৩৮ জনে। ইসলামের আদর্শ ও মুসলিম কমিউনিটির সহনশীলতা ভিন্নধর্মী মানুষগুলোকে ইসলামের ছায়া তলে আসতে উদ্বুদ্ধ করেছে।
ইসলামিক কালচার সেন্টারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কেউ যদি ইসলাম সম্পর্কে জানতে চান বা ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তাহলে IACAD অ্যাপস ডাউনলোড করে ইসলামিক বই পড়তে পারেন বা তথ্য জানতে পারেন।
এ ছাড়া ৮০০৬০০ হেল্পলাইনে কল দিয়ে মুহাম্মদ বিন রাশেদ ইসলামিক কালচার সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়