Tuesday, April 21

করোনা আক্রান্ত তিন হাজার ছাড়াল, মৃত্যু আরও ৯ জনের

কানাইঘাট নিউজ ডেস্ক:   
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩৪ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩ হাজার ৩৮২ জনে। একই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা ১১০ গিয়ে পৌঁছেছে। সুস্থ হয়েছেন আরও ২ জন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুই হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৩৮২-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও নয়জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১০ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়