কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ৬০টি অসহায় পরিবারের মধ্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পৌরসভার বিভিন্ন গ্রামের অসহায় দিনমজুর ৬০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল পৌঁছে দেওয়া হয়।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, পর্যায়ক্রমে কানাইঘাটের সদর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় তার সামর্থ্য অনুযায়ী করোনাভাইরাসের এই মহামারী দুর্যোগের সময় অসহায়দের মধ্যে চাল বিতরণ করা হবে।
তিনি দেশের মহা সংকটের সময় ঘর বন্দী, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মী, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অধ্যক্ষ সিরাজুল ইসলামের পক্ষে চাল পৌঁছে দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল।
কানাইঘাট নিউজ ডটকম/১৬ এপ্রিল ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়