Tuesday, April 7

কানাইঘাটে অসহায়দের মাঝে তাহাফ্ফুযে দ্বীন পরিষদের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ


কানাইঘাট নিউজ ডেস্ক :
করোনা ভাইরাস মহামারি দুর্যোগে, তাহাফ্ফযে দ্বীন পরিষদ বৃহত্তর সাতবাঁক, কানাইঘাট,  সিলেট এর উদ্যোগে আজ মঙ্গলবার  সকাল নয়টায় সংগঠনের পক্ষ থেকে  বৃহত্তর সাতবাঁকের ১৩২ টি অসহায় কর্মহীন পরিবারের মাঝে  চাল, ডাল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ১২ কেজি করে, বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, উপদেষ্টা  জনাব হারিছ উদ্দিন নুমানী সংগঠনের  সভাপতি মাওলানা  আব্দুস সালাম, সহ সভাপতি মাওলানা  ফয়সাল মাহমুদ,  সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান ও মাওলানা মামুন রশিদ প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়