কানাইঘাট নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজারে পৌঁছেছে। জনস হপকিন্স
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার
(৩০ এপ্রিল) সকাল ১০টা নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় ৬০ হাজার ৯৬৬ জনের
মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে সুস্থ
হয়েছে ১ লাখ ২০ হাজার ৭২০ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই
প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩
হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।
তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে
করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ
দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৮৫টি দেশ ও অঞ্চল করোনাভাইরাসে আক্রান্ত
হয়েছে। বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৯৩ হাজার
৯৬১ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ২ লাখ ২৭ হাজার ৯৪৪ জন। আর এ পর্যন্ত
সুস্থ হয়েছে ৯ লাখ ৭২ হাজার ৭৪১ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা
যুক্তরাষ্ট্রে। আর এর পর পরই রয়েছে স্পেনের অবস্থান। সে দেশে ২ লাখ ৩৬
হাজারের বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৪
হাজার ২৭৫ জনের।
মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের
পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৬৮২ জন
প্রাণ হারিয়েছে। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৩ হাজার ৫৯১ জন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়