Wednesday, April 29

লড়াইটা শেষ হল

বিনোদন ডেস্ক:

চলে গেলেন ইরফান খান। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। অভিনয়ের কারণে তিনি পা দিয়েছিলেন বলিউড থেকে হলিউড সব জায়গায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।

লকডাউনের মধ্যে মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চলছিল তার চিকিৎসা। তবে চিকিৎসার মাঝেই ছড়িয়ে পড়ে পিকু অভিনেতার মৃত্যুর গুঞ্জন। যদিও গুঞ্জনকে নস্যাত করে দেন বলিউড অভিনেতার মুখপাত্র। 
তিনি স্পষ্ট জানান, কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইরফানকে। তার শরীরের দিকে নজর রাখছেন চিকিৎসকরা। অসুস্থতার মধ্যেও অসম্ভব মনের জোর ছিলো অভিনেতার। ফলে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মুখপাত্র। কিন্তু শেষ পর্যন্ত লড়াই থেমে যায়। প্রয়াত হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
ইরফান খান ২০১২ সালে মার্কিন চলচ্চিত্র ‘অ্যামেজিং স্পাইডার ম্যান‘ ছবিতে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। এছাড়া তিনি হলিউডের সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড এ অভিনয় করেন’। তিনি বলিউড, ব্রিটিশ ভারতীয়, হলিউড এবং তেলেগু ছবিতেও অভিনয় করেছেন।
ইরফান খান ১৯৬৭ সালের ৭ জানুয়ারি ভারতের জয়পুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে নয়া দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে স্কলারশিপের অর্জন করেন বর্ষীয়ান এ অভিনেতা। 
নিজের অভিনয়ের গুণে ২০১১ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। এছাড়া ২০১২ সালে ‘পান সিং তমর’ এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া রয়েছে লাইফ ইন এ মেট্রো, হাসিল, ‘পিকু’, ‘দ্য লাইফ অব পাই’ সহ আরো অনেক সিনেমা।
২০১৮ সালে প্রথমবার ধরা পড়ে ইরফান খানের নিউরোঅন্ডোক্রাইন টিউমার। অসুস্থতা ধরা পড়ার পরই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল তার চিকিৎসা। ২০১৯ সালের ফেব্রুয়ারি এবং পরে সেপ্টেম্বরে লন্ডন থেকে দেশে ফেরেন ইরফান। এরপরই মুক্তি পায় তার ছবি ‘আংরেজি মিডিয়াম’। 
তবে আংরেজি মিডিয়াম মুক্তির পর আর স্থায়ী হল না তার বলিউডের দৌড়। লকডাউনের মধ্যেই চলে গেলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। থেমে গেলো জীবনের সব লড়াই। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়