Thursday, April 30

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় একজন নিহত


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এবাদ উদ্দিন(৪৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


জানা যায়, বুধবার তারাবীর নামাজের পর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কামাল আহমদ ও নিহত এবাদ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে মসজিদের বাইরে কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে কামাল আহমদের পক্ষের কিছু লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এবাদের বাড়িতে হামলা চালায়। এতে এবাদ ও তার ভাই মইন উদ্দিন সহ আরো দু'একজন আহত হন। 

রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত এবাদ উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে স্থানীয়রা জানান। 

এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং এবাদ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে।   

মারামারিতে ছত্রপুর গ্রামের ছয়ফুল্লার পুত্র এবাদ উদ্দিন আহত অবস্থায় মারা গেছেন বলে থানার এসআই স্বপন চন্দ্র সরকার নিশ্চিত করেছেন। 

স্থানীয় এলাকাবাসী জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক বছর ধরে মকবুল আলী ও নিহত এবাদ উদ্দিন গং কামাল আহমদ গংদের মধ্যে  একাধিক মারামারি সহ মামলা মোকদ্দমা বর্তমানে চলছে। 

তবে এবাদ উদ্দিনের পরিবারের উপর কারা হামলা চালিয়েছে এবং এবাদ কার হাতে আহত হয়ে মারা গেছেন তাদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত সনাক্ত করা যায়নি।

কানাইঘাট নিউজ ডটকম/৩০ এপ্রিল ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়