নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ইরাম ট্রেডিং এর স্বত্বাধিকারী ব্যবসায়ী এনামুল হক করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকে এলাকায় নিজ উদ্যোগে মাস্ক, হ্যান্ড গ্লোভ, স্যানিটাইজার সামগ্রী অনেকের মধ্যে বিতরণ করে আসছেন।
পাশাপাশি নিজ উদ্যোগে তার সাধ্যানুযায়ী এই দুর্যোগ মুহূর্তে উপজেলার ৪৫৭ হতদরিদ্র পরিবারের মধ্যে প্যাকেট করে চাল, আলু, ভোজ্য তৈল, লবণ, পেঁয়াজ, খেজুর নিজ প্রতিষ্ঠানের কর্মরতদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।
করোনাভাইরাসের শুরু থেকে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ব্যবসায়ী এনামুল হকের এসব আর্তমানবতামূলক কার্যক্রমের প্রশংসা করছেন অনেকে। ৪৫৭ পরিবারে দু’দিন থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করলেও তা মিডিয়ায় প্রচার হোক চাচ্ছেন না এনামুল হক।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কানাইঘাটে হাজার হাজার শ্রমজীবি ও দরিদ্র পরিবারের লোকজন এই মহাদুর্যোগের সময় মানবেতর জীবন যাপন করছেন। তিনি এ দুর্যোগ মুহুর্তে বিত্তশালী, সামাজিক সংগঠন, প্রবাসী সংগঠনের প্রতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কানাইঘাট নিউজ ডটকম/২০ এপ্রিল ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়