কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত সিলেটের কানাইঘাটের রওশনা বেগমের বসতঘর। এদিকে একমাত্র বাসস্থানের ঝরাজীর্ণ টিনশেডের বসতঘর ধ্বসে পড়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছেন কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের মৃত ইব্রাহিম আলীর স্ত্রী।
জানা যায়, কয়েকদিন পূর্বে কালবৈশাখী ঝড়ে রওশনা বেগমের বসত ঘরটি লণ্ডভণ্ড হয়ে যায়। ঘরটি ধ্বসে পড়ায় বর্তমানে ৫ ছেলে-মেয়েকে নিয়ে স্বামী হারা রওশনা বেগম অন্য একটি বাড়িতে মানবেতর ভাবে দিন পার করছেন। একদিকে অসুস্থ অন্যদিকে ছেলে-মেয়েদের নিয়ে এক প্রকার অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন রওশানা বেগম। এরমধ্যে বসত ঘরটি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় বর্তমানে অর্থের অভাবে পুনরায় ঘর মেরামত করতে পারছেন না তিনি।
এজন্য বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সরকারী ভাবে একটি ঘর পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আজ রোববার (২৬ এপ্রিল) রওশনা বেগম দরখাস্ত দাখিল করেছেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৬ এপ্রিল ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়