Thursday, April 23

কানাইঘাটে পাথর ও ক্রাশার শ্রমিকদের মধ্যে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক:   
বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতি কানাইঘাট খেয়াঘাট আঞ্চলিক শাখার উদ্যোগে করোনার কারনে কর্মহীন প্রায় ১ হাজার পাথর ও ক্রাশার শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় খেয়াঘাট বাসস্ট্যান্ড পাথর ব্যবসায়ী সমিতির কার্যালয় প্রাঙ্গনে কঠোর সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম দিন প্রায় ৪’শ পাথর ও ক্রাশার শ্রমিকদের মধ্যে চাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের সূচনা করা হয়।
শ্রমিকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের সময় পৃথক ভাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট পাথর ব্যবসায়ী সফর আলী মেম্বার, হাবিব আহমদ মেম্বার, ফরিদ আহমদ ডিলার, উপদেষ্টা ও উপজেলা যুবলীগের আহ্বান এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সমিতির সভাপতি আব্দুল মালিক মানিক, সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক, প্রচার সম্পাদক আলমাছ উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সদস্য ফখর উদ্দিন, ছাত্রনেতা মারুফ আহমদ প্রমুখ।
খাদ্য বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনার কারনে কানাইঘাটে হাজার হাজার পাথর ও ক্রাশার শ্রমিক কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। আমাদের উচিত এই মুহুর্তে তাদের পাশে দাঁড়ানো। খেয়াঘাট পাথর ব্যবসায়ী সমিতি এসব শ্রমিকদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়