Thursday, April 23

কানাইঘাট ডালাইচর স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ডালাইচর স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পৌরসভার ডালাইচর গ্রামের দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। 


আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ডালাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথমে খাদ্য সামগ্রী একত্রিত করেন সংগঠনের সদস্যরা। 

সেখান থেকে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। 

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক আজমল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, খেলাফত মজলিস নেতা মাওঃ এবাদুর রহমান, কলামিস্ট মিলন কান্তি দাস, জাকির হোসেন, আবুল হাসনাত রুহেল, সংগঠনের সিনিয়র সহ সভাপতি শহিদ আহমদ, সহ সভাপতি ফয়ছল আহমদ তাহের, ইয়াহিয়া ডালিম, সাধারণ সম্পাদক রুবেল আহমদ সাগর, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক নোমান আহমদ রোমান, প্রচার সম্পাদক রহমত আলী, সিনিয়র সদস্য সুহেল আহমদ রানা, রোমান আহমদ, আশফাক আহমদ, তোফায়েল আমিন সোহাগ, সুহেল আহমদ, রিয়াজ আহমদ, ছয়ফুল আহমদ প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ লিটার তৈল, ১কেজি মটর, ১ কেজি মসুর ডাল, ১কেজি লবন ও ডালডা। 

খাদ্য সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনার এ মহা দুর্যোগের সময় এলাকার অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে অনেকে এগিয়ে আসছেন। শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন ডালাইচর স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তাদের নিজেদের মধ্যে চাঁদা কালেকশন, সংগঠনের উপদেষ্টা এবং এলাকার প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে আর্থমানবতার সেবায় এগিয়ে আসায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদা জানানো হয়। প্রসজ্ঞত যে, সংগঠনটি এলাকার শিক্ষা ও সামাজিক মূলক কর্মকান্ড দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে।


কানাইঘাট নিউজ ডটকম/২৩ এপ্রিল ২০২০    

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়