Thursday, April 16

উমরাযাত্রীসহ সৌদি থেকে ফিরলেন ৩৬৬ বাংলাদেশি

কানাইঘাট নিউজ ডেস্ক:
করোনা মহামারির মধ্যেই সৌদি আরব থেকে ফিরেছেন ৩৬৬ জন বাংলাদেশি। এর মধ্যে ১৩২ জন উমরাযাত্রী এবং বাকি ২৩৪ জন সৌদি আরবের ডিপোর্টেশন সেন্টারে (অবৈধ সন্দেহে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায়) থাকা বাংলাদেশি কর্মী।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে।
এসব বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষার পরই বিমানে তোলা হয়েছে। কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি। তার পরও অধিকতর সতর্কতার জন্য ফেরত আসা ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত বিষয়ে নেওয়া হবে।
৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গত ৯ এপ্রিলই ঢাকায় আসার কথা ছিলো। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও উমরা মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়