নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনি ও রবিবার করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।
তাদের ৩ জন বরিশাল জেলা, ২ জন হবিগঞ্জ জেলা ও ২ জন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে কানাইঘাটে সম্প্রতি সময়ে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জানান, শনি ও রবিবার আমরা ৭ জনের নমুনা হাসপাতালে সংগ্রহ করে সিওমেক হাসপাতালে পাঠিয়েছি এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সার্বিক চিকিৎসা তদারকি ও নজরদারি আমরা করে যাচ্ছি।
এ ৭ জনের কারো ডাক্তারি রিপোর্ট আমাদের হাতে আসেনি আগামী দু’একদিনের মধ্যে রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার হবিগঞ্জ থেকে ফেরত আরো ২ জনের নমুনা সংগ্রহ করা হবে। পূর্বে যারা হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসা নিয়েছিলেন, তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৭ এপ্রিল ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়