Thursday, April 2

কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপিতে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত


নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের কারনে ঘর বন্দী দিন মজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে। 

ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইতিমধ্যে কয়েক’শ পরিবারের মাঝে আলু, ভোজ্য তৈল, লবন ও সাবান বিতরণ করেছেন। পাশাপাশি সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী ইউনিয়ন সুষ্ঠু ভাবে বিতরণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ইউনিয়নের অনেক দিনমজুর পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। 
এসব খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি সদস্য আলাউদ্দিন, সাইদুর রহমান, বাবুল আহমদ, আজমল হোসেন, আলিম উদ্দিন, বদরুল ইসলাম, শামসুল ইসলাম প্রমুখ।

 ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে তার ইউনিয়নে প্রতিদিন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার ইউনিয়নের দরিদ্র ও অসহায় দিন মজুর যারা ঘর থেকে করুনা ভাইরাসের কারণে বের হতে পারছেন না তাদের পরিবারের হাতে আমরা খাদ্য সামগ্রী সাধ্য প্রতিদিন পৌছে দিব এবং সরকারি ভাবে যেসব খাদ্য সামগ্রী দেওয়া হবে তা সুষ্ঠু ভাবে বিতরণ করা হবে।

কানাইঘাট নিউজ  ডটকম /০২ এপ্রিল ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়