করোনা ভাইরাস জনিত মহামারি দূর্যোগ কালীন সময়ে বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের পক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় কানাইঘাট খেয়াঘাট বাস স্ট্যান্ড মাঠে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়ছল ও ছিদ্দিকুর রহমান পাপলুর সার্বিক সহযোগীতায় ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রম শুরু হয়েছে।
বিতরণ কার্যক্রম শুরু করেন কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সদস্য নুরুল হোসেন বুলবুল, পৌর বিএনপির সদস্য হাজী আবুল বাশার, শফিক আহমদ, সাবেক জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন, জাকারিয়া হাবিব জাকু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান।
ত্রাণ বিতরণকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জিম হোসেন আল আমিন, সাবেক ছাত্রনেতা কয়ছর আলম, উপজেলা ছাত্রদল নেতা রুহুল ইসলাম, যুবদল নেতা হেলাল আহমদ, মারুফ আহমদ, সাইয়্যিদ এহসান, তাহির আলি, কয়ছর আহমদ, ছাত্রনেতা নজরুল ইসলাম, ফখরুল ইসলাম ফজু, পির সুহেল, রেজোয়ান আহমদ, হাসান আহমদ, জাকির হোসেন, মুমিন রশিদ, সিপন আহমদ, ফাহিম আহমদ, আবু হেনা প্রমূখ।
এছাড়া খাদ্য সামগ্রী বিতরণে প্রবাস থেকে সহযোগীতা করেছেন ইতালী পাদোয়া যুবদলের সভাপতি এম জাহাঙ্গীর চৌধুরী ও কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক দুবাই প্রবাসী আর এ বাবলু।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা করোনা ভাইরাস জনিত মহামারি দূর্যোগে কানাইঘাটে ত্রাণ সামগ্রী বিতরণে দলীয় নেতারা এগিয়ে আসায় তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর দলীয় নেতাকর্মীরা ট্রাক যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৪ এপ্রিল ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়