Monday, April 27

বাংলাদেশকে সহায়তা করতে চীন থেকে আসছে চিকিৎসকদল

কানাইঘাট নিউজ ডেস্ক:
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে চিকিৎসকদল, নার্স ও টেকনিশিয়ান নিয়ে চীনের একটি বিশেষ টিম ঢাকায় আসছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রোববার তিনি এক বার্তায় এ তথ্য জানান।
পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ওই বার্তায় তিনি বলেন, এই দুর্যোগ মোকাবিলায় চীন তার বন্ধুদেশ বাংলাদেশের পাশে রয়েছে। করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।
রাষ্ট্রদূত লিজিমিং আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার পথে রয়েছে। এই দলে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা রয়েছেন।
রাষ্ট্রদূত জানান, এর আগে গত ২২ ফেব্রুয়ারি চীন সরকার বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছিল। ওই সময় থেকে চীনের সরকারসহ বিভিন্ন পর্যায়ের সংস্থা এবং সামাজিক সংগঠন বাংলাদেশকে করোনা মোকাবিলায় সহযোগিতা করে আসছে। এছাড়া চীনের জ্যাক মা এবং আলি বাবা ফাউন্ডেশন এরই মধ্যে এই সংকট মোকাবিলায় প্রচুর পরিমাণে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়