নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের ৫নং বড়চতুল ইউনিয়নে সরকারি অনুদানের চাল বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ৫ম ধাপে ইউনিয়নের ২৭৮টি পরিবারে ১০কেজি করে চাল বিতরণের সূচনা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
আজ বুধবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আবুল হোসাইন চতুলীসহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সরকার মনোনীত ট্যাগ অফিসারের উপস্থিতিতে পরিষদ কার্যালয় থেকে ওয়ার্ডভিত্তিক তালিকার মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চেয়ারম্যান আবুল হোসাইন বলেন, তার ইউনিয়নে অত্যন্ত স্বচ্ছতার সাথে এ পর্যন্ত সরকারিভাবে বরাদ্দকৃত চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকার অসহায় মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক সামাজিক সংগঠন, প্রবাসী সংগঠন ও বিত্তশালীরা খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৯ এপ্রিল ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়