Saturday, April 11

করোনায় মারা যাওয়া ব্যক্তির দাফন করবেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান

কানাইঘাট নিউজ ডেস্ক:   
করোনভাইরাস সংক্রমিত হয়ে মারা যাওয়া রোগীদের লাশের গোসল এবং দাফনে এগিয়ে আসে না কেউ।  পুলিশ ও স্বেচ্ছাসেবকরা করোনা আক্রান্তদের লাশের গোসল, জানাযা ও দাফন সম্পন্ন করেন।

এ অবস্থায় সিলেটের গোয়াইনঘাটে করোনা সংক্রমণে কেউ মারা গেলে ওই ব্যক্তির গোসল, জানাযা ও দাফনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

নিজের  ফেসবুক আইডি থেকে শনিবার একটি স্ট্যাটাসের মাধ্যমে এমনটি জানান আম্বিয়া।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাটের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ জানান, অসুস্থতাজনিত কারণে মারা যাওয়া একজন মুসলমানের করুণ বিদায় হোক এটা আমি চাই না। মানবতার দৃষ্টান্ত কিংবা প্রচারের জন্য নয়, একজন আলেম হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকেই এমন কাজে সম্পৃক্ত থাকতে আগ্রহী।


সুত্র : সিলেট টুডে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়