Sunday, April 19

সিরাজগঞ্জে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির খাদ্য সামগ্রী বিতরণ

কানাইঘাট নিউজ ডেস্ক:
করোনা ভাইরাস প্রতিরোধে গরীব ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭এপ্রিল) বিকালে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৫০ জন অসহায় গরীব ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ বিতরণ পরিচালনা করেন গুল্টা গ্রামের বিশিষ্ট ব্যাংকার মুস্তাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই মাকড়শোন জহির উদ্দন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু সাইদ, তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যাপক মুত্তালিব হোসেন শিশির, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জালাল উদ্দিন,উপজেলা আ’লীগের সদস্য ও গুল্টা এম মুনসুর আলী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল আজিজ,তালম ইউনিয়নের ইউপি সদস্য মিনতী রানী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়