Monday, April 13

কানাইঘাটে গরু বিক্রি করে অসহায়দের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা জীবান

নিজস্ব প্রতিবেদক:
নিজের গৃহপালিত একটি গরু বিক্রি করে সেই অর্থ দিয়ে ৫০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান। 

জানা যায়, তিনি তার গৃহপালিত গরু ২৮ হাজার ৫’শ টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে তার নিজ এলাকায় সদর ইউনিয়নের ৫০টি অসহায় ও দিনমজুর পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ।

প্রতিটি খাদ্য সামগ্রীতে ছিল ৫কেজি চাল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, আদা কেজি মুড়ি ও মসুরি ডাল, ১পিস সাবান ও আদা লিটার ভোজ্য তৈল। 

আজ সোমবার এসব খাদ্য সামগ্রী তিনি বাড়ি বাড়ি পৌঁছে দেন। এদিকে শ্রমিকনেতা জুনেদ হাসান জীবানের এই মহতি উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। 

জুনেদ হাসান জীবান বলেন, আমার সে ধরনের সামর্থ নেই। বর্তমান অবস্থা বিবেচনা করে মানবিক কারণে আমি আমার গৃহপালিত গরু বিক্রি করে কিছু মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। আমি চাই সমাজে যারা বিত্তশালী রয়েছেন তারা যেন এই দুর্যোগ মুহুতে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়ান।  

কানাইঘাট নিউজ ডটকম/১৩ এপ্রিল ২০২০ 
  



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়