Saturday, April 25

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ছাড়াল

কানাইঘাট নিউজ ডেস্ক:   
বিশ্বজুড়ে করোনা ভাইরাসটিতে প্রাণহানি দুই লাখ ছুঁই ছুঁই করছে। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনার কালো থাবায় ছয় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৬ শত ৫ জনে ঠেকেছে। আক্রান্ত হয়েছেন বিশ্বের আরও প্রায় ৮০ হাজার মানুষ।
এ নিয়ে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৭ লাখ ৯৭ হাজার ৭৫ দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষের অবস্থা আশঙ্কাজনক। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখন পর্যন্ত ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন মানুষ।
করোনার সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতিমধ্যে প্রাণহানি অর্ধলক্ষ ছুঁই ছুঁই। আক্রান্ত ৮ লাখ ৮০ হাজার ২০৪ জন। সংক্রমণের তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। করোনা মহামারি বন্ধে ৪শ ৪৮ বিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কংগ্রেস।
এ নিয়ে করোনার মোকাবিলায় চতুর্থবারের মতো এমন বিল পাশ করলো দেশটি। খবর বিবিসি’র।
চীন থেকে শুরু হওয়া ভাইরাসটির ক্ষতির মুখে যুক্তরাষ্ট্রের পরই ইউরোপীয় দেশগুলো। স্পেনে ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যেখানে আক্রান্ত প্রায় সোয়া দুই লাখ। স্প্যানিশদের থেকে আক্রান্তে কিছুটা পিছিয়ে থাকলেও প্রাণহানিতে যুক্তরাষ্ট্রের পরই প্রতিবেশী ইতালি। দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে, সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৯০ হাজারের কাছাকাছি।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও থেমে নেই আক্রান্ত ও মৃত্যুর মিছিল। ১ লাখ ৫৮ হাজার আক্রান্তের বিপরীতে মারা গেছেন প্রায় ২২ হাজার মানুষ। যুক্তরাজ্যে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৭৩৮ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার জন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে মূলত ইউরোপ আর আমেরিকায় বাসা বেঁধেছে। যেখানে অন্তত ৩২০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭২১ জনের মৃত্যু হয়েছে। যেখানে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯ জনে। ভারতের পরই চিরশত্রু পাকিস্তান। যেখানে ১১ হাজারের বেশি মানুষের আক্রান্তের বিপরীতে মারা গেছেন ২৪০ জন। আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯ জন। মারা গেছেন ১৩১ জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়