Thursday, April 16

করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো

কানাইঘাট নিউজ ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন এবং ইতালিতে আক্রান্তের সংখ্যা বর্তমানে সব থেকে বেশি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য সরণীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
এসব প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভাইরাসটিতে সবথেকে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ নয় হাজার ৬৮৫ জন। এরপরই রয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৬৩৩ জন। আর ইতালিতে এই সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪৮৮ জন।
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়