Thursday, April 30

মোদিকে টুইটারে আনফলো করার সিদ্ধান্ত হোয়াইট হাউসের

কানাইঘাট নিউজ ডেস্ক:

মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনফলো করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। টুইটারে একমাত্র বিশ্বনেতা মোদি যাকে ফলো করতো হোয়াইট হাউস।

মঙ্গলবার গভীর রাতে এ সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। বর্তমানে ১৩টি অ্যাকাউন্ট অনুসরণ করেছে করছে হোয়াইট হাউস। এছাড়া  টুইটারে এর প্রায় ২২ মিলিয়ন অনুসরণকারী রয়েছে।
জানা গেছে, ভারতীয় প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের অফিসিয়াল টুইটার পেইজগুলোকেও অনুসরণ করছিলো হোয়াইট হাউস। তবে বর্তমানে এসব অ্যাকাউন্টকে আনফলো করেছে হোয়াইট হাউস।
এর আগে চলতি মাসের শুরুর দিকে নয়াদিল্লি হাইড্রোক্সাইক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর প্রতিশোধ নেয়ার হুমকি দেন। তবে এই নিষেধাজ্ঞাকে আংশিকভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে এ ওষুধটি রফতানির অনুমতিও দেয় দেশটি। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান৷
হোয়াইট হাউস কর্তৃক টুইটারে মোদিকে অনুসরণ করে আবার হঠাৎ সিদ্ধান্ত বদলে তাকে আনফলো করে দেয়ার বিষয়টিকে বিস্ময় হিসেবে দেখা হচ্ছে।
সূত্র- গালফ নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়